ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মালিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় কোম্পানিগুলোর বকেয়া ও হাল বিল পরিশোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাঈদ মোঃ নুর-ই-সাঈদ, বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, উপদেষ্টা সৈয়দ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুবুল আলম, ম্যানেজার শরীফ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগণ উপস্থিত ছিলেন।