আলীম আল আশিক :
দরজায় মৃদু টোকার শব্দ, টক্; টক্; টক্!
খুলে দেখি এক বুড়ো
কাঁপে ঠক্; ঠক্!
বলি কে তুমি? কোথা থেকে কেমনে এলে?
চেনোনি মোরে! আমি যমদূত, বুড়ো হেসে বলে।
কিন্তু, কিন্তু! তুমি এখনি কেন? এই প্রহরে?
কত স্বপ্ন বুনেছি! কত কাজ রয়েছে পড়ে!
নির্বাক চোখে চেয়ে রয় বুড়ো, হিম হয়ে আসে লহু,
ভাবিনি আসিবে অশনী সংকেত, হাসিয়াছি বৃথা বহু।
মনের আঁধার ধরিতে পারিয়া, মৃদু ম্লান হাসি দিয়ে,
বলিল আবার আসিব প্রভাতে, সবটুকু যাবো নিয়ে।
তার দিকে চেয়ে বলি ভয়ে ভয়ে, যাওওও…..!
তুমি চলে যাও! দাঁড়াইয়োনা বেশী আর!
অথচ সেথায় নেই কেউ নেই, শুধুই অন্ধকার!
ভয়ে কাঁপে প্রাণ; বুক ডিব্ ডিব্, এই বুঝি বের হয়!
একি স্বপ্ন? … না আতঙ্ক! নাকি তা মনের ভয়!
তাই অবশেষে; খুক্ খুক্ কেশে,
জীবন খাতাটা মেলে,
দেখিলাম শত আঁকিবুঁকি সেথা
দিয়ে গেছে ছাপ ফেলে!
হঠাৎ কে যেন ভেস্তে দিল দুঃস্বপ্নের দোর,
খোকা! খোকা ওঠ্! এলো হয়ে বলে ভোর!
রাত্রি পালিয়েছে, উঠেছে সূর্য; বেঁধেছে স্বপ্নডোর।
কাঁদিতে কাঁদিতে বলিলাম মাকে, মা….!
এসেছিল! এসেছিল মোর পানে,
নিয়ে যাবে মোর, যা ছিল সকল,
বলে গেল কানে কানে!
মা হেসে বলে, ধুর্ বোকা ছেলে!
তাহা কি করিয়া হয়?
তুই যে সূর্য নতুন দিনের
আলো দিবি বিশ্বময়!
কাটিলো ভীতি ; কাটিলো শঙ্কা, রক্তে উত্তাল ঢেউ,
ফেঁড়ে দেব সব; কেড়ে নেব প্রাণ, বাঁধিতে চাহিলে কেউ!
মৃত্যুকে দেব; মৃত্যু আঘাত, কষ্টকে দেব কষ্ট!
শক্তিকে দেব লড়ার সাহস, পরাজয় যেথা ধৃষ্ট!
আজ থেকে হব চিরস্মরণীয়; চিরজীবি সেই প্রাণ,
ভয় ভীতি যেথা; তুলিবে মাথা, হানিব সেথায় বাণ!
সকলে দেখিবে দু’চোখ মেলিয়া; জ্বলন্ত অনির্বাণ!
লেখক : আলীম আল আশিক, ঢাকা।