ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইউনিয়ন বাসীকে সেবা দিয়ে যাচ্ছেন যুবলীগ নেতা নাজমুল হোসেন।
প্রতিদিন খেলনা ইউনিয়নে রাস্তার মোড়ে, গ্রামের অলিতে-গলিতে, সাধারণ জনগণকে নিজ উদ্যোগে মাস্ক বিতরণ করছেন, সামাজিক দূরত্ব ও করোনায় ভয়াবহতা থেকে বাঁচতে করনীয় সম্পর্কেও পরামর্শ প্রদান করে যাচ্ছেন। রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা নাজমুল হোসেন খেলনা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
করোনার ২য় পর্যায়ে প্রতিদিনই ইউনিয়নের বিভিন্নস্থানে শত শত জনকে মাস্ক বিতরণ করতে দেখা গেছে এই যুব নেতাকে। ১৩ ও ১৪ জুলাই দেবীপুর, লোদিপুরসহ কয়েকটি এলাকায় ৫ শতাধিক মাস্ক বিতরণ করেছেন, যা প্রতিনিয়তই করেন যুবলীগ নেতা নাজমুল হোসেন।
নাজমুল হোসেন জানান, শুধু নির্বাচিত প্রতিনিধি হলেই যে জনসেবা করতে হবে, আর না হলে করা যাবে না এমন চিন্তা-চেতনার মানুষদের জ্ঞান চক্ষু খুলে দিতেই তার এই উদ্যোগে, পাশাপাশি রাজনৈতিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিভিন্নভাবে দুঃস্থদের সহযোগিতা করে যাচ্ছি, ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।