ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন সাপাহার উপজেলার লালডাঙ্গা গ্রামের মামলত আলীর ছেলে সোহাগ (২২) ও কইকুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাদাত আলী (১৮)।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধার আগে উপজেলার সরাইগাছি-আড্ডা রোডের আদিবাসী খামারের কাছে।
জানাগেছে, মোটরসাইকেল যোগে সোহাগ ও শাহাদাত আড্ডার দিকে যাচ্ছিল। এসময় বিপরীতদিক থেকে আশা ট্রাক (নং ১১-১১০৪) মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। ফলে মোটর সাইকেল আরোহী একজন ঘটনা স্থল ও অপরজন পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের গিয়ে মারা যায়। এসময় ট্রাক চালক পালিয়ে যায়। থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান।