ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : প্রধানমন্ত্রীর উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের তৈরি করা বাড়ি নিয়ে সারা দেশে মিশ্র প্রতিক্রিয় থাকলেও নওগাঁর ধামইরহাটে দেখা গেছে এর ব্যতিক্রম চিত্র। মানসম্মত বাড়ি ও মাথা গোজার ঠাঁই পেয়ে সবাই যেন আনন্দে আত্মহারা।
নিঃস্ব অবস্থান থেকে নতুন বাড়ীর নিয়মিত পরিচর্যা করেন গৃহকর্তীরা, বাড়ীতেই সরকারি ভাবে পেয়েছেন টিউবওয়েল, বিদুৎ সংযোগ, পাহান সম্প্রদায়ের এই ভূমিহীনরা এসব নতুন বাড়ীতেই গড়ে তুলেছেন কৃষি খামার, সেখানে গরুসহ গৃহপালিত পশু লালন পালন করছেন তারা।
খোলা মাঠে শিকার করা মাছ দিয়ে চাহিদা মিটাচ্ছেন পরিবারের, ফলে আনন্দেই দিন কাটে কোমলমতি শিশুদের।
উপকারভোগীরা বলেন, আমরা আদিবাসী পাড়ায় খুব কষ্ট করে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য বাড়ী করে দেওয়ায় এখন আমরা অনেক সুখেই আছি। আগে ছিলো মাটির বাড়ী, এখন পাকা বাড়ী পেয়ে আনন্দিত তারা। আমাদের বাড়ী থাকায় এখন গরু, ছাগল, হাঁস, মুরগীও পালন করতে পারছি। এখন আমাদের জীবন যাত্রা উন্নত মানের হয়েছে। তিন বেলা ঠিকভাবে খেয়ে বেঁচে থাকতে পারছি। এখন রাস্তা ঘাট থাকায় আমাদের জীবন যাত্রা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানায়।
ঐ এলাকার এক বাসিন্দা বলেন, এখানে প্রথমে কোন ঘর ছিলো না। খাস জায়গার উপর ওরা বেড়া চাটাই দিয়ে বসবাস করতো।
ধামইরহাট ইউএনও বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় আমাদের ধামইরহাট উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায় মিলে মোট ১৭০ জন ভূমি ও গৃহহীনকে গৃহনির্মাণ করে দেওয়া হয়েছে। এতে তারা অনেক উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ‘বাংলাদেশে একজনও ভূমি ও গৃহহীন থাকবে না’ এই ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি।