ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিরা অনেকই এখনো পর্যন্ত ভাতার টাকা পাননি। আর একদিন পর ঈদ। টাকা পেলে ঈদের আগে কিছু কেনা-কাটা করবেন আশা নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে ঘুরছেন ভুক্তভোগিরা।
অফিসের সংশ্লিষ্ঠরা বলছেন, একাউন্ট নম্বরের নানা জটিলতার কারণে এমনটা হয়েছে। তবে অভিযোগ নিয়ে যারা আসছেন তাদের একাউন্ট গুলো যাচাই করে সংশোধন করা হচ্ছে।
উপজেলা সমাজ সেবা অফিসে ইউনিয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উপজেলায় মোট প্রায় ১৩ হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার আওতায় রয়েছেন। এর মধ্যে বয়স্ক ও বিধবারা প্রতিমাসে ৫০০ ও প্রতিবন্ধিরা পায় ৭৫০ টাকা। সরকারি নিয়ম অনুসারে এখন থেকে সকল সুবিধা ভোগিদের ভাতার টাকা মুঠোফোন একাউন্টে দেয়া হচ্ছে। আর সুবিধা ভোগিদের দেয়া ফোন নম্বর গুলোই আমরা তালিকা করে পাঠিয়েছি। ওই নম্বরেই এবার থেকে টাকা আসছে। তবে সুবিধাভোগিদের অধিকাংশের নিজেস্ব ফোন নেই। তারা আত্বীয়-স্বজনদের নম্বর দিয়েছেন। হয়তো তারা নম্বর লিখতে ভুল করতে পারেন। আবার দুই একজন স্বজন আছেন যারা টাকা পেয়েও গোপন করেছেন। ইতিমধ্যে তথ্য যাচাই করে আমরা কয়েকজনের টাকা উদ্ধারো করেছি। তবে টাকা পাননি এই সংখ্যা খুবই কম।
ভালুকগাছি ইউনিয়নে হোজারপাড়া গ্রামের মৃত কিসমত আলী স্ত্রী সমেজান বেওয়া (৭৫) বলেন, আমার নিজের ফোন নেই। ছেলের নম্বরে টাকা আসবে। আমাদের গ্রামের সকলের টাকা এসেছে আমার আসেনি। তাই খোজ নিতে গত তিনদিন আসলাম।
বিড়ালদহ-নয়াপাড়া গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী ফাতেমা বেগম বলেন, আগামিকালকের পর ঈদ। এখন টাকা পাইনি। অনেক আশা ছিল ঈদের আগে টাকা পেলে কিছু কেনা-কাটা করবো। আজ আবার আসলাম দেখি কোনো ব্যবস্থা হয় কিনা।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম বলেন, সুবিধা ভোগিদের মধ্যে কয়েকজন আছেন এখনো টাকা পাননি। যেহেতু এবার প্রথম একাউন্টে টাকা দেয়া হচ্ছে তাই কিছুটা জটিলতা হতেই পারে। তবে আগামি ৩০ জুলাই পর্যন্ত সময় আছে। এরমধ্যে আমরা যাচাই বাচায়ের মাধ্যমে ভুল সংশোধন করছি।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচচু বলেন, সমাজ সেবা অফিসের গাফলতিতে অনেক অসহায়রা এখনো টাকা পাননি। এ বিষয়ে অনেকই আমাকে জানিয়েছেন।