ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় ৮ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গিয়ে উড়ছে বাংলাদেশ দল।
একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারানোর পর ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের হোয়াটওয়াশ করল বাংলাদেশ।
এবার মিশন টি-টোয়েন্টি সিরিজ। ভেন্যু এক রেখে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের দিন এগিয়ে এসে সূচি নির্ধারণ করা হয়েছে।
যে কারণে ২৩ তারিখের বদলে আগামীকাল (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।
টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সফলতার পর এবার মাহমুদউল্লাহর পালা।
জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের বিষয়টি মাহমুদউল্লাহর জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ এ লড়াইয়ে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না মাহমুদউল্লাহ।
হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলে হারারে থেকে ঢাকার পথে বিমানে চেপেছেন তামিম। করোনাক্রান্ত বাবা-মার পাশে থাকতে টেস্ট ম্যাচের পর থেকেই দলে নেই মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতেও থাকছেন না তিনি।
মাহমুদউল্লাহর ভরসা এখন ফর্মে ফেরা সাকিব ও লিটন। চোট সেরে শেষ ওয়ানডে খেলে ৩ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমানকে বোলিং অস্ত্র হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ। তাছাড়া মুশফিকের বদলে উইকেট সামলানো নুরুল হাসান সোহানও দুর্দান্ত খেলছেন।
এরপরও কুড়ি ওভারের এই ফরম্যাটে জিম্বাবুয়েকে খাটো করে দেখার সুযোগ নেই। কারণ হেড টু হেড পরিসংখ্যান অবশ্য ভালো বার্তা দিচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি।
আর কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে পরিসংখ্যান অবশ্য ভালো বার্তা দিচ্ছে না। সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় মোটে তিনটি।
আর সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে একটি ম্যাচে হারিয়েছে ব্রেন্ডন টেলরের দল।
এসব কথা মাথায় নিয়েই আগামীকাল মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।
একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।