IMG-LOGO

রবিবার, ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সড়কে বেড়েছে মোটরসাইকেল ছিনতাইনন্দীগ্রামে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টিবিশ্রামে যাচ্ছেন শাহরুখ খান‘মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি বিষয় নয়’‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’‘ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণে রাজি মিশর’কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিনদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেতপোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি৫ মে সারা দেশের সব স্কুল-কলেজ খোলামোহনপুরে মদ্যপান অবস্থায় ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩‘প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে’পূর্ব সুন্দরবনে ভয়াবহ আগুনরুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমানজিম্মি চুক্তিতে যুদ্ধবিরতির ঘোষণা যে কোনো সময়
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমের দরে পতন

চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমের দরে পতন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : মামু ফজলি আম বাড়িতে লিয়্যা যাইছো, অ্যাজক্যা আর ভাত খাইতে হইবে না তাইহিলে’ চাঁপাইনবাবগঞ্জে এ সংলাপটি বেশ প্রচলিত ।

ফজলি আমের আকার-আকৃতির বড় হওয়ায় এক একটা আমের ওজন প্রায় ১ কেজিরও বেশি হয়। একজন মানুষ যদি ওই সাইজের ফজলি আম খায়, তাহলে তার সারাদিন পেটপুরে থাকে। সে কারণে আঞ্চলিক ভাষায় ওই কথা বলেন জেলার মানুষরা।

চাঁপাইনবাবগঞ্জে প্রচলিত আম বাগানে প্রায় সব জাতের আমের গাছ থাকলেও বেশি পরিমাণে ফজলি জাতের আম গাছ আছে। ফলে ছোট বড় সবার কাছে পরিচিত ওই জাতের আম।

হঠাৎ আম্রপালি আমের চাহিদা বেড়ে যাওয়ায় ফজলি আমের বাজারের ধস নেমেছে। যার কারণে আম ব্যবসায়ীরা হতাশায় ভূগছেন। আম ব্যবসায়ীরা বলছেন, আম্রপালি আমের মিষ্টতা ও অন্যান্য গুণাবলি থাকায় এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে ফজলি আমের দরে ধস নেমেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, প্রচলিত আম বাগানে প্রায় ১৫ শতাংশ ফজলি আম গাছের আবাদ হয়।

শিবগঞ্জের কালুপুরের আম ব্যবসায়ী আ. জাব্বার জানান, ৪ মণ ফজলি জাতের আম এনেছি। ভোক্তাদের কাছে আম্রপালির চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ফজলি আমের কদর কমেছে। ফজলির দাম আম্রপালি আমের চাইতেও দ্বিগুণ বেশি।

তিনি জানান, বর্তমান বাজারে ফজলি আমের দাম রকমভেদে ১২০০ টাকা ১৬০০ টাকা পর্যন্ত মণ। ফ্রুড ব্যাগের ফজলি আমের মণ রকমভেদে ১৮০০-২০০০ টাকা।

শিবগঞ্জের গোপালপুর এলাকার জসিম নামের আম ব্যবসায়ী জানান, দূর থেকে সাইকেলে ৪ মণ আম আনতে প্রায় ৯শ টাকা খরচ হয়। বাজারে ফজলি আমের দর নিম্নে ১ হাজার টাকা ও ঊর্ধ্বে ১৫শ টাকা। সবমিলিয়ে এক সাইকেল আমে অর্থাৎ ৪ মণ আমে প্রায় দুই হাজার টাকা লোকসান হচ্ছে।

তিনি জানান, বর্তমান বাজারে আম্রপালি আমের মণ রকমভেদে ৩ হাজার থেকে প্রায় সাড়ে ৩ হাজার টাকা।

শিবগঞ্জের ধাইনগর এলাকার আম চাষি আনসার রহমানের কাছে ফজলি আমের আবাদ সম্পর্কে জানতে চাইলে বলেন, প্রচলিত বড় আম বাগানে ১০০ ঝাড় আম গাছের মধ্যে ৩০-৩৫ টি ফজলি জামের আম গাছের আবাদ হয়। আমার দুই বিঘার একটি আম বাগান আছে। ওই বাগান ফজলি জাতের আম গাছ দিয়ে ভরপুর।

আমবাগানি আলম হোসেন বলেন, জেলার আম বাগানগুলোতে প্রায় ৩৫ শতাংশ ফজলি জাতের আম এখনও গাছে ঝুলছে। আম বিপণনের অবস্থা এরকম চলতে থাকলে আম চাষিরা আম চাষ বিমুখ হবেন।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, আম্রপালি আমের গুণগত মান এবং মিষ্টতার কারণে এর চাহিদা প্রচুর। বাগান থেকেই আম বিক্রি করা যাচ্ছে। ঘন আম বাগানগুলোতে আম্রপালি আমের চাষ বেড়েছে।

তিনি বলেন, এবার জেলায় মোট ৩৩ হাজার ৩৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যেখানে প্রায় ২৬ লাখ গাছ রয়েছে। তার ভেতর শতকরা ১০ ভাগ ফজলি আমের গাছ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news