ধূমকেতু নিউজ ডেস্ক : হোটেলের বিছানাপত্র নষ্ট করেছেন; ভেঙেও ফেলেছেন কয়েকটা, রুমের দেয়ালে ছিদ্র করেছেন। অলিম্পিকে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে এসব কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে।
টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি জানিয়েছে, হোটেল রুম ছেড়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার অ্যাথলেটরা এইসব কাণ্ড ঘটিয়েছেন। এছাড়া শুক্রবার দেশে ফেরার পথে ফ্লাইটে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেছেন তারা।
আয়োজক কমিটির এমন অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে ফুটবল ও রাগবি ইউনিয়ন। বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ফ্লাইটে ‘উগ্র আচরণ’বিষয়ে নিজস্ব তদন্ত শুরু করেছে রাগবি ইউনিয়ন।
এ বিষয়ে অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল বলেছেন, ওই ফ্লাইটের দায়িত্বে থাকা ক্রুদের থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি আমরা। তবে টোকিও থেকে যে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগের কথা বলা হচ্ছে তা আমরা খতিয়ে দেখব।
তবে এসব অভিযোগ আমলে নিতে চান না অলিম্পিকে অস্ট্রেলিয়ার দলনেতা ইয়ান চেস্টারম্যান। যদিও অভিযোগ অস্বীকার করেননি তিনি।
তিনি বলেন, কিছু তরুণ ভুল করেছে। তারা রুম যেভাবে ছেড়েছে, সেটা ঠিক হয়নি। কিন্তু তাই বলে রুমগুলো কোনোভাবেই পুরোপুরি নষ্ট করেনি তারা।যা ক্ষতি হয়েছে সেটা সামান্যই বটে। কার্ডবোর্ডের তৈরি বিছানা ভেঙে যাওয়া কোন কঠিন বিষয় নয়।