ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ জয় পেলেই সিরিজ নিজেদের করবে বাংলাদেশ। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে অজিদের করতে হবে ১২৮ রান।
এখন দেখার বিষয় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজের করতে পারবেতো টাইগাররা? নাকি সিরিজ বাঁচাতে প্রাণপন লড়বে অজিরা।
এমন সমীকরণের ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামে দুই দল। এ দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর মাঠে গড়ায় ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয় বাংলাদেশের। গত ম্যাচের মতোই আজও ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ।
মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেন নাঈম শেখ। তার দেখানো পথ অনুসরণ করে এলবিডব্লিউ হন সৌম্য সরকার। দলীয় ৩ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। অজি পেসার জস হ্যাজেলউডের সুইং ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন নাঈম। পরের ওভারে লেগ স্পিনার জাম্পাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন সৌম্য।
এরপর ক্রিজে এসে ভালো কিছু করার আভাস দেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। তবে আশা জাগিয়েও ফিরে যান এই দুই তারকা খেলোয়াড়। সাকিবকে থামান অজি লেগ স্পিনার জাম্পা। ২৬ রান করে সাজঘরে ফেরেন সাকিব। এর পরপরই কাভার থেকে অ্যালেক্স ক্যারির সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফিরে যান আফিফ হোসেন ধ্রুব। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৯ রান।
আর জিম্বাবুয়েতে ভালো করা শামীম পাটোয়ারী গত ম্যাচের মত আজও ব্যর্থতার পরিচয় দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। তার ব্যাট থেকে আসে ৮ বলে ৩ রান। রানআউট হয়ে ফিরেন নুরুল হাসান সোহান। ড্যান ক্রিস্টিয়ানের বলে কাভারে ড্রাইভ করেছিলেন মাহমুদউল্লাহ। বল সরাসরি যায় হ্যারিকসের হাতে। মাহমুদুল্লাহ শট খেলেই রানের জন্য ছুটতে থাকেন; অপর প্রান্তে থাকা সোহান বুঝতে পারেননি কী করবেন, একটু এগিয়ে এসে থেমে গিয়েছিলেন, এটাই যেনো কাল হয় তার। আসার আগেই হ্যানরিকসের থ্রোতে আঘাত হানে উইকেটে।
শেষ দিকে শেখ মেহেদী হাসানকে নিয়ে ইনিংস বড় করেন মাহামুদউল্লাহ রিয়াদ পাশাপাশি তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০ তম হাফ সেঞ্চুরি। রিয়াদ আউট হয় ৫৩ বলে ৫২ রান করে। এরপর আর কেউই উইকেটে থিঁতু হতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১২৭/৯ (২০ ওভার)
টার্গেট: ১২৮