ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে রোববার বেলা ১২ টার দিকে নগরীর সিএন্ডবি মোড়স্থ নিজস্ব ভবনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভার্চুয়াল আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল মতিন।
তিনি বলেন, “বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা ছিল জাতির ইতিহাসে অন্যতম কলঙ্কময় অধ্যায়।” তিনি সেই শোককে কাটিয়ে শক্তিতে রূপান্তর করে উন্নয়নের জয়যাত্রাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: সুবল চন্দ্র পাল এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: প্রবীর মোহন বসাক।
সভায় বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জাতির জনকের বর্ণিল কর্মজীবন তুলে ধরে তার আদর্শকে লালন করে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ।
আয়োজক ছিলেন, অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাজমা রহমান।
তিনি তার বক্তব্য বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাতীয় জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে কাজে লাগিয়ে তার স্বপ্নের সোনার বাংলা গঠনের আহ্বান জানান।
তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও পরিবারের অন্যান্য সদস্যদের মহান মুক্তিযুদ্ধে ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এ হত্যাকাণ্ড জাতির এক অপূরণীয় ক্ষতি যা পুষিয়ে নিতে আমাদের আজও অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে।
সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল মান্নান খান।
তিনি বলেন, আমরা জাতি হিসেবে গর্বিত যে জাতির জনকের মত একজন যোগ্য নেতাকে আমরা পেয়েছিলাম। কিন্তু আমরা জাতি হিসেবে ততটাই দুর্ভাগ্য সেই নেতাকে যোগ্য স্থানে আমরা রাখতে পারিনি।
তিনি ১৫ আগস্ট এর সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করার আহ্বান জানান।
সব শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
সেই সাথে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।