ধূমকেতু প্রতিবেদক : সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে উপস্থিত জনগণ ও নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বুধবার রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা।
প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, রিশিকুল ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মাহমুদা খাতুন, সাধারণ সম্পাদক শেফালী মুর্মূ, রিশিকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি খোদা বকস কাজল, সাধারণ সম্পাদক কবির উদ্দিন সরকার নয়ন, রিশিকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমৃত কুমার ও সাধারণ সম্পাদক শের আলীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। তাঁর স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে দেশের আপামর জনসাধারণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মাত্র নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে এ দেশ স্বাধীন হয়। নব্য স্বাধীন দেশকে যখন বঙ্গবন্ধু গড়ে তোলার চেষ্টা করছিলেন, ঠিক সে সময়ে এই মহান নেতাসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের একটি কুচক্রি মহল ও বিপদগামী সেনা সদস্যরা ১৫ আগস্ট রাতের অন্ধকারে হত্যা করে। এতে করে স্বাধীনতার সুর্য্য স্তিমিত হয়ে যায়। থমকে যায় উন্নয়ন। হারিয়ে যায় গণতন্ত্র বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। তিনি এই মহান নেতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় করার দাবী জানান। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করেন।