ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পৃথক দু’টি স্থানে অসহায় ও দুঃস্থ সাড়ে ৪’শ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) “দৈনিক কালের কন্ঠের শুভসংঘের” আয়োজনে বেলা ১১টায় রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ও বেলা ১২টায় রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণেীতে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন। এছাড়া রহনপুর ইউপি পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ্ আল শফি আনসারী, কালের কণ্ঠ শুভ সংঘের নির্বাহী পরিচালক জাকারিয়া জামান, প্রতিনিধি শরিফ মাহাদি আশরাফ জীবন, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আহসান হাবিবসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।