ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছে, আফগান নারীদের ক্রিকেট খেলা যদি বন্ধ করে দেয় তালেবান, তা হলে আফগান পুরুষ দলের বিপক্ষে তারা এ বছরের পূর্বনির্ধারিত টেস্ট ম্যাচটি খেলবে না।
এর আগে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের সংস্কৃতিবিষয়ক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক জানিয়েছেন, আফগান মেয়েদের ক্রিকেট খেলতে দেবে না তালেবান কারণ সেটা জরুরি নয়। এছাড়াও খেলার মধ্যে মুখ এবং শরীর অনাবৃত হলে সেটা ইসলাম পরিপন্থী হবে বলেও জানান আহমাদুল্লাহ ওয়াসিক।
এমন ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, নারী ক্রিকেটের জাগরণ এবং উন্নতি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাকসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধের বিপক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।