ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রানীনগর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুন অর-রশিদ জেলা প্রশাসক নওগাঁ।
আজ সকাল সাড়ে ১১ ঘটিকায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে ৪টি উপজেলার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বেগম কবিতা খানম, নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন।
বিশেষ অতিথি ছিলেন, আবুল কাশেম ফজলুল কাদের ব্রিগেডিয়ার জেনারেল এনডিসি, পিএসসি প্রকল্প পরিচালক (আইডিইএ ২য় পর্যায়) প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা। ফরিদুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী, কে এম এ মামুন খান চিস্তি, পুলিশ সুপার নওগাঁ, রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান সদর উপজেলা নওগাঁ প্রমূখ।
এ সময় অনুষ্ঠানে বক্তাগণ বলেন, এন আই ডি কার্ড আমাদের জীবনের চলার পথে সকল কাজের জন্য প্রয়োজন, সকল ক্ষেত্রে এনআইডি কার্ডের ব্যবহার বাধ্যতা মূলক হয়েছে, আমরা ডিজিটাল বাংলাদেশের স্মার্ট এনআইডি কার্ড যত্ন করে রাখবো যেমনটি আমাদের নিজেদের বাড়ি জমির দলিল যত্ন করে রাখি। আরোও বলেন, আগামী ১৮ সেপ্টম্বর ২০২১ তারিখে উল্লেখিত উপজেলার স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে।