ধূমকেতু প্রতিবেদক,, রায়গঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিলগজারিয়া ব্রিজের উত্তর পাশে (রহিমপুর গ্রামে যাওয়ার মেইন রাস্তার দূ’পাশে) ও ব্রিজের সন্মুখে ডুমুর হাটের মেইন রোডের দূ’ ধারে মঙ্গলবার সকালে প্রায় ৫০০ তালবীজ রোপন করা হয়েছে।
তালবীজ গুলো সরবরাহ করেছে দৈনিক সায়দাবাদ সিরাজগঞ্জ ও ভিলেজ ভিশন সামাজিক সংগঠন (তাড়াশ)।
এসময় উপস্থিত ছিলেন, মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রজব আলী, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ, অভিজিৎ কুমার দাস দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসাইন সোহান, মানবিক সংগঠনের প্রতিনিধি হালিমা তুজ সাদিয়া, আব্দুল মোমিন আল মামুনসহ সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।