ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলায় নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত শফিকুল ইসলাম শাপ্পা (৩৬) মারা গেছেন। মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
যশোর জেলা পুলিশ লাইনসের সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকায় নিজ ঘরে বোমা তৈরির সময় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরণে গুরুতর আহত হন শাপ্পা।
ঘটনাটি জানতে পেরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে যশোর এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার রাত ২টা ২৪ মিনিটে তার মৃত্যু হয়।
এএসআই আইয়ুব আলী বলেন, পুলিশের পাহারায় শাপ্পাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল পরির্দশন করে ওই ঘরের চৌকির নিচ থেকে পাঁচটি রামদা উদ্ধার করে। এ ঘটনায় অভয়নগর থানায় শাপ্পার বিরুদ্ধে মামলা হয়।
শাপ্পা অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। বিস্ফোরণে তার একটি হাতের তিনটি আঙ্গুল, চোখ, মুখমণ্ডল, বুক এবং দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।