ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রাম থেকে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ হাসান আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
বুধবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল মানকিয়া গ্রাম এলাকার চালানী ট্রেডার্স এর সামনে থেকে ভারতীয় গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হাসান আলী বোয়ালিয়া মানকিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদে বেনাপোল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।