ধূমকেতু নিউজ ডেস্ক : নওগাঁর আত্রাইয়ে পৃথক এলাকা থেকে আব্দুর রহমান (৬৩) ও আলহাজ রফিকুল ইসলাম (৬০) নামে নিখোঁজ ২ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার কচুয়া বিল থেকে আব্দুর রহমানের এবং একইদিন বেলা ১১টার দিকে উপজেলার সোনাইডাঙ্গা একটি ব্রীজের নিচ থেকে রফিকুল ইসলামের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে আব্দুর রহমান গত ৭ দিন আগে বাড়ি থেকে বের হয়ে এবং রফিকুল ইসলাম ২ দিন আগে মসজিদে নামাজ পড়ে আর ফিরে আসেনি।
উদ্ধারকৃত দুটি লাশ পারিবারিকভাবে সনাক্ত করার পর রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দীন জানান, আত্রাই উপজেলার বাঁকা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান গত ৪ অক্টোবর বিকেলে বাড়ি থেকে আত্রাই যাওয়ার কথা বলে বের হয়ে আসে। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক সন্ধান করে কোথাও তাঁর সন্ধান না পেয়ে আত্রাই থানায় জিডি দায়ের করেন।
রোববার সকালে উপজেলার কচুয়া বিলে একটি লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে আব্দুর রহমানের পরিবারের সদস্যরা তাঁর লাশ সনাক্ত করেন। অপরদিকে একই উপজেলার খোলাপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ৯ অক্টোবর এশার নামাজ পড়ার পর খোলাপাড়া মসজিদে তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ গ্রহণ করেন। এক সময় তাঁর মুঠোফোনে একটি কল আসলে তিনি ১০ মিনিট পরে আসছি বলে মসজিদের মুসল্লীদের নিকট থেকে বিদায় নিয়ে বাইরে চলে যান। এরপর রাত গভীর হলেও তিনি মসজিদ বা তাঁর নিজ বাসায় ফেরেননি। এ ঘটনায় রফিকুল ইসলামের স্ত্রী দৌলতুন্নেছা শনিবার সকালে আত্রাই থানায় একটি জিডি দায়ের করেন।
রোববার বেলা ১১টার দিকে পুলিশ সোনাইডাঙ্গা ইসরাফিল আলম সেতুর পাশের খাল থেকে হাত,পা ও মূখ বাঁধা অবস্থায় রফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয় । ওই দুই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারন জানা না গেলেও পুর্বশত্রতার জের ধরে তাদের হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দীন বলেন ওই দুই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে কাজ করছে পুলিশ এবং ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।