ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক হয়েছেন কৃষিবিদ রোকনউজ্জামান।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কাউন্সিলরদের ভোটে তারা নির্বাচিত হন। এর আগে সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশেনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, আব্দুল আওয়াল শামীম, মেরিনা জামান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।