ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সুমন ইসলাম (২০) উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের বাবুল হোসেনের ছেলে।
ভুক্তভোগী ওই কিশোরী জানান, বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে ধর্ষণ করে আসছিল সুমন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করে। গত শুক্রবার রাতে তাঁর ঘরে ঢুকে আবারো ধর্ষণের চেষ্টা করে সুমন। এসময় তাঁর চিৎকার সুমনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, ধর্ষণের ঘটনায় ওই কিশোরী বাদি হয়ে সুমনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আসামি সুমনকে জেলহাজতে ও কিশোরীর ডাক্তারী পরীক্ষা নওগাঁ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।