ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চেক জালিয়াতির ঘটনায় আকতারুজ্জামান হানিফ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর কাটাখালি থানা পুলিশ। রোববার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আকতারুজ্জামান হানিফ কাটাখালি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ জুলাই তারিখে শিক্ষক আকতারুজ্জামান হানিফ তিনি ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যবসায়ীক এবং সাংসারিক প্রয়োজনে বাদী রাজশাহীর পবার এলাকার আব্দুল মান্নানের ছেলে মাইনুল ইসলাম সুমনের কাছ থেকে টাকা ধার নেয়।
সেই টাকা আকতারুজ্জামান হানিফ পরবর্তীতে ২০১৯ সালের ২৪ নভেম্বর রাজশাহী পবা শাখার সোনালী ব্যাংকের ৬ লাখ ৫০ হাজার টাকার চেক গণ নং (৯২৮১৪৩৬) ও একাউন্ট নম্বর (৪৬১৪৪৩৪০১১৮৬৬) প্রদান করেন। পরবর্তীতে বাদী মাইনুল ইসলাম সুমন ওই টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে গেলে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় আকতারুজ্জামান হানিফের একাউন্ট টাকা নেই। পরে চেকটি রাজশাহী পবা শাখার সোনালী ব্যাংক ডিজঅনার ঘোষণা করেন।
এ ঘটনায় বাদী মাইনুল ইসলাম সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সরল বিশ^াসে আকতারুজ্জামান হানিফকে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যবসায়ীক এবং সাংসারিক প্রয়োজনে টাকা ধার দেয়। এরপর নির্দিষ্ট সময় পার হলে আমি আমার পাওনা টাকা তার কাছে ফেরত চাই। কিন্তু সে বিভিন্ন রকম টালবাহানা করে আমাকে ঘুরাতে থাকে। আমি এর প্রতিকার চেয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দারস্ত হয় আমার প্রাপ্য টাকাটি ফিরে পেতে। কিন্তু দুঃখের বিষয় তাতেও কোন সুরাহা হয়নি। সর্বশেষ আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমি বিশ্বাস করি বিজ্ঞ আদালত আমাকে ন্যায় বিচার দিবেন।
এ বিষয়ে কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান বলেন, কাটাখালি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আকতারুজ্জামান হানিফের বিরুদ্ধে চেক জালিয়াতির ঘটনায় আদলত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে সর্বশেষ রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দুপুর সোয়া ১২ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।