ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে।বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা জানান, ক’দিন ধরেই ছাত্রদের চুল বড় রাখার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন প্রক্টর। যে কারণে বেশিরভাগ ছাত্র চুল ছোট করে ফেলেছিলেন।
তবে ২৬ সেপ্টেম্বর পরীক্ষার হলে ঢোকার সময় শিক্ষার্থীরা দেখতে পান যে, গেটে কাঁচি হাতে দাড়িয়ে আছেন প্রক্টর।
এসময় যাদের চুল মুঠোর মধ্যে ধরা যায়, তাদের মাথার সামনে থেকে বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। একে একে ১৪ জন শিক্ষার্থীর চুল কাটা হয়।
এভাবে সবার সামনে লাঞ্ছিত করায় ক্ষুব্ধ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধনের জন্য তারা জড়ো হন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এর গেটে। তবে এসময় একটি পক্ষ তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে পরীক্ষা দিতে বাধ্য করে।
পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।
এদিকে এ ঘটনার শিকার এক শিক্ষার্থী লজ্জায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলেও জানা গেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় অভিযুক্ত শিক্ষক প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনের সঙ্গে। তবে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি তার।