ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ কর্তৃক কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে র্যাব সদস্যরা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহযোগিতায় নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামস্থ ধৃত আশিকুল ইসলামের বাড়ী থেকে বেলে পাথরের (কষ্টিপাথর সাদৃশ্য) পিলারের খন্ড উদ্ধার করে।
পিলার খন্ডের দাম প্রায় ৭ কোটি টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। পাহাড়পুর জাদুঘরের কাষ্টোডিয়ান ফজলুর করিম পাথরটির সত্যতা নিশ্চিত করেন। ঐ সময় ২ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি এবং প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি। ওজন ৫শ কেজি। যার মূল্য ৭ কোটি টাকা।
গ্রেপ্তারকৃত চোরাকারবারীরা হলেন, উপজেলার পাড়ইল ইউনিয়নের সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামের আঃ সামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) এবং মৃত ইমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় বিভিন্ন রকমের কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিল এবং পাথরটি সঞ্চয় এবং বিক্রির চেষ্টা করছিল।
মূর্তিটি রাষ্ট্রীয় সম্পদ হওয়ায় তা পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।