আদিত্য রহমান :
তুমি আমার থেকে বহুদূরে অবস্থান কর,
তবু তোমাকে সবচেয়ে কাছে মনে হয়।
চিন্তারাজ্যে লক্ষকোটি ভাবনার মাঝে হালকা ছুঁয়ে দিলে ;
একটি কবিতা প্রসূত হয়।
তোমাকে যতটা দূরে রাখার চেষ্টাই করিনা,
সব চেষ্টা নিষ্ফল হয়ে খুব কাছে ফিরে আসো।
এ যেন খোদার এক অসীম ক্ষমতার নিদর্শন।
অসম্ভব কে সম্ভব আর সম্ভাব কে অসম্ভব করাই যেন তার স্বরূপ।
হয়ত দুজনের মিলনে সৃষ্টির গোপন রহস্য লুকায়ে আছে।
তোমার গর্ভে আমার উত্তরাধিকার আসে তবে নিশ্চয়;
সে পৃথিবীর বুকে সত্য প্রতিষ্ঠা করবে।
তোমার পবিত্র মুখাবয়ব তেমন কিছু বলে দেই
সেদিন পাপাচার দুনিয়া নূরের আলোয় ভরে উঠবে।
আমি চাই তুমি আমার সন্তানের জননী হও,
সেটা তোমার জন্য সৌভাগ্য বটে।
লেখক : আদিত্য রহমান, শিক্ষক, রাজশাহী।