ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ অক্টোবর) শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগের সুপার লীগের খেলায় হেলেনাবাদ কলোনী ক্লাব ২-১ গোলে স্পোর্টস ক্লাবকে হারায়।
বিজয়ী দলের পক্ষে গারিয়েল ও রিফাত ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে রাজু ১টি গোল করেন।
প্রিমিয়ার ডিভিশনের খেলায় আবাহনী ক্রীড়া চক্র ও শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব গোল শুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।
মঙ্গলবার প্রিমিয়ার ডিভশনে দিগন্ত প্রসারী সংঘ ও উপশহর স্পোর্টিং ক্লাব অংশ নেবে।