ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ। সোমবার (০৪ অক্টোবর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, গোদাগাড়ী থানা ৪ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, দূর্গাপুর থানা ৬ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ৪ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত, ৬ জন মাদক মামলায় ও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ আলম (৩৮) কে ৫লিটার চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ সুজন আলী (২৫) কে ০১গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ রাশেদুল ইসলাম ওরফে সুইট (২১) কে ৩০গ্রাম গাঁজা এবং ইমন প্রাং (২০) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ তরঙ্গ ইসলাম (২৪) কে ১৭পিচ ইয়াবাসহ আটক করে। রাজশাহী জেলা ডিবি পুলিশ কর্তৃক তানোর থানা এলাকা হতে জাহাঙ্গীর আলম ওরফে শামীম (৩৭) কে ১২গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।