ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব ফুটবলের সেরা তারকাদের নিয়েও প্যারিস সেন্ট জার্মেই আকর্ষণীয় ফুটবল খেলতে ব্যর্থ হওয়ায় কোচের পাশাপাশি খেলোয়াড়রাও সমালোচনার শিকার হচ্ছেন। বিশেষ করে লিগ-১ ম্যাচে রেনের কাছে ২-০ গোলে পরাজিত হওয়ার পর নেইমারের সমালোচনা করছে ফরাসী সংবাদমাধ্যম। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করার পরের ম্যাচেই রেনের কাছে হেরে যায় পিএসজি।
পরাজয়ের চেয়েও বড় কথা হচ্ছে তাদের খেলার ধারা নিয়ে। রেনের বিপক্ষে পুরো ম্যাচে একবারও পোস্ট লক্ষ্য করে শট নিতে পারেনি পিএসজি। মেসির একটি ফ্রি কিক ক্রস বারে লেগে প্রতিহত হওয়া ছাড়া তারা রেনের গোলরক্ষকের কোন পরীক্ষা নিতে পারেনি।
ম্যাচ শেষে কোচ মরিসিও পচেত্তিনো নিজের হতাশার কথা গোপন করেননি। তিনি বলেন, ‘দ্বিতীয় গোলটি আমরা যেভাবে খেয়েছি তা সত্যিই কষ্টদায়ক। পিএসজি এ ধরনের ভুল করবে তা কল্পনা করা যায় না।’
রেনে বিরতির আগে ও পরে অল্প ব্যবধানে দুটি গোল করে ম্যাচ জিতে নেয়। যে আশা নিয়ে মেসিকে দলভুক্ত করেছে পিএসজি তার ছিটেফোটাও পূরণ করতে পারেননি তিনি। একইভাবে ব্যর্থ হয়েছেন নেইমার, কাইলিয়ান এমবাপ্পে এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে নেইমারের।
এলইকুইপ তাদের প্রতিবেদনে লিখেছে, ৫-৬ বছর আগে বার্সেলোনার হয়ে নেইমার যে পারফরমেন্স দেখিয়েছিলেন এখন তার ধারে কাছেও নেই। এমনকি ২০২০ সালেও তিনি যেভাবে খেলেছেন তা এখন খেলতে পারছেন না। নেইমার শেষ ৪১টি শটে গোল করেছেন মাত্র দুটি। তিনি মোটেও ভাল করতে পারছেন না। ফরাসী সংবাদমাধ্যম তার সমালোচনা করার পাশাপাশি ব্যর্থতার কারণও খোজার চেষ্টা করেছে।
লা পার্সিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নেইমার একা গোল করতে গিয়েই ব্যর্থ হচ্ছেন বারবার। তিনি সহখেলোয়াড়দের বল পাস দিতে কার্পণ্য করছেন। মূলত দলে বেশি তারকা থাকায় কে কার চেয়ে বেশি গোল করছে সে হিসাবই নিজেদের মধ্যে করতে শুরু করেছেন খেলোয়াড়রা। এ কারণে অন্যদের দিয়ে গোল করানোর চেয়ে নিজেই বেশি গোল করতে চাচ্ছেন তারা। যার ফল ব্যর্থতা। কোনও কোনও সংবাদমাধ্যম প্রশ্ন করেছে নেইমারকে কি আবার তার সেরা ফর্মে দেখা যাবে?