ধূমকেতু নিউজ ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের পর আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা দলও তারা।
সব মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মানেই সবসময় প্রতিপক্ষের জন্য বড় একটি ত্রাসের নাম। সেই চেন্নাই সুপার কিংসের হলদে রঙটাই চলতি আইপিএলে কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে লিগ টেবিলে একেবারে তলানিতে তারা।
সর্বশেষ এমনটা হয়েছিল ২০১০ সালে। এক দশক আগে ধোনি নেতৃত্বাধীন হলুদ ব্রিগেড, যেবার প্রথম শিরোপা জিতল, সেবারও প্রথম সাত ম্যাচের মাত্র দুটিতে জয় এসেছিল। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে জ্বলে ওঠে চেন্নাই।
তেমনটাই কি তাহলে ঘটতে চলছে এবার! এমনটাই দৃঢ় বিশ্বাস তামিলনাড়ুর আরাঙ্গুরের বাসিন্দা গোপি কৃষ্ণান এবং তার গোটা পরিবারের। এবারও টুর্নামেন্টের দ্বিতীয় অংশে শুভ সূচনা করেছে ধোনির চেন্নাই। সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়েছে তারা মঙ্গলবার রাতে।
শুরুটা হতশ্রী হলেও দ্বিতীয় ধাপে ফের ঘুরে দাঁড়াবে ধোনি অ্যান্ড কোম্পানি, এমনটাই বিশ্বাস মহেন্দ্র ধোনির অন্ধ এবং পাগলা ভক্ত এই পরিবারের। এ কারণেই ধোনি এবং তার দলের সমর্থনে পুরো বাড়ি হলুদ রঙের চাদরে মুড়ে দিয়েছে তারা। একই সঙ্গে সেখানে শোভা পাচ্ছে চেন্নাইয়ের জার্সি পরা ধোনির একাধিক ছবি এবং প্রতিকৃতি।
নানা সময় ইন্টারনেটে ভাইরাল হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে ভালোবেসে তার ভক্তদের নানান কীর্তি। সে তালিকায় নতুন সংযোজন গোপি কৃষ্ণান এবং তার পরিবার। ভারতীয় জাতীয় দল থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন ধোনি। কিন্তু চেন্নাই জার্সিতে বাইশ গজে এখনও চলছে তার পাল্লা।
যদিও সেই ঔদ্ধত্য এবার ফ্যাকাশে; তাতে কি? ধোনি এবং চেন্নাই সুপার কিংসকে আঁকড়েই এখন বাঁচার রসদ খুঁজছে তামিলনাড়ুর এই ধোনিভক্ত এবং তার পরিবার। গোপি কৃষ্ণান তার বাড়ির নাম দিয়েছেন ‘হাউস অফ ধোনি ফ্যান’।
স্বভাবতই গোপি কৃষ্ণান এবং তার পরিবারের এই কীর্তিতে তোলপাড় ইন্টারনেট দুনিয়া। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সুপার ফ্যানের এই কীর্তি শেয়ারও করা হয়েছে।
মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগের অষ্টম ম্যাচে মাঠে নামে ধোনির চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ডেভিড ওয়ার্নারদের ২০ রানে হারিয়ে দ্বিতীয়াংশে শুভ সূচনা করেছে ধোনির দল।
উল্লেখ্য, আগের ম্যাচে বিরাট কোহলির আরসিবি’র বিরুদ্ধে হারের পর দলের খেলায় হতাশ ধোনি জানান, ‘জাহাজে অসংখ্য ছিদ্র আছে। একটা চাপা দেওয়ার চেষ্টা করলে অন্যটি দিয়ে জল বেরোচ্ছে।’