ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার ৫৩ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
রোববার দুপুরে সদরের জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে সংসদ সদস্যের নিজ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ সকল আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় ভূষন রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ড, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক শ্রী প্রলয় চাকি, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল হান্নান।
আরও উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিপ্লব স্যানাল, প্রচার সম্পাদক প্রদীপ সাহা, সহ সভাপতি সৌমেন সাহা ভানু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকিসহ অন্যান্য ব্যক্তি বর্গ।