ধূমকেতু প্রতিবেদক, দূর্গাপুর : বিধি উপেক্ষা করে তদন্তাধীন অবস্থায় দূর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়ে পুনরায় স্টাফ নিয়োগ প্রক্রিয়া পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার বিকালে ওই এলাকার রইচ উদ্দিন নামে এক এতিম সন্তান রাজশাহী জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত সুবিধাভোগী শারীরিক প্রতিবন্ধী হিসাবেও অভিযোগ পত্রে উল্লেখ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় নৈশ প্রহরী আ: সাত্তার সরদার গত ২০১৬ সালের ১১ নভেম্বর মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পরের দিনই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৃতের ছেলে রইচ উদ্দিনকে নৈশ প্রহরী পদে অস্থায়ীভিত্তিতে চাকুরি দেয়া হয়। এরপর রইচ উদ্দিনের চাকুরি তিন বছর হলে তা স্থায়ী করণের জন্য স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার নগদ ৩ লাখ ২০ হাজার টাকা নেন। এরপর প্রতিষ্ঠানের নতুন ম্যানেজিং কমিটি দায়িত্বগ্রহণের পর রইচ উদ্দিনের চাকুরি স্থায়ীকরণের জন্য অবৈধভাবে ৭ লাখ টাকা দাবি করেন। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এতটাকা দিতে না পারায় অস্থায়ী ভিত্তির চাকুরি থেকে রইচ উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে। আর ইতিপূর্বে প্রদানকৃত ৩ লাখ ২০ হাজার টাকার কথা ভুলে যেতে বলেছেন। কারণ প্রতিষ্ঠানের উন্নয়নের নামে গ্রহণকৃত সম্পূর্ণটাকা প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী সরদার আত্মসাৎ করেছে।
অভিযোগে জানা যায়, প্রতিষ্ঠানের অফিস সহকারি কাম কম্পিউটার ও নৈশ প্রহরী (এমএলএসএস) পদে চাকুরি প্রদানের জন্য দুই দিনে দুইটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করান চলমান ম্যানেজিং কমিটি। এতে অফিস সহকারি কাম কম্পিউটার পদের আবেদনের সাথে অফেরতযোগ্য হিসাবে ব্যাংক ড্রাফট আড়াই হাজার ও নৈশ প্রহরী পদে দুই হাজার টাকা প্রদানসহ একই তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া বিধি লঙ্ঘন করেন। এরপর ওই বিজ্ঞপ্তির সূত্র ধরে দুইটি পদেই ৫ জন করে মোট ১০জন চাকুরি প্রত্যাশী আবেদন করেন। কিন্তু অজ্ঞাত কারণেই অফিস সহকারি কাম কম্পিউটার পদে একজনকে চাকুরি প্রদান করলেও নৈশ প্রহরী পদের চাকুরি প্রদান স্থগিত রাখে।
পরবর্তিতে নৈশ প্রহরী পদে আবেদনের সাথে অফেরতযোগ্য হিসাবে ব্যাংক ড্রাফট দুই হাজার টাকা প্রদানের কথা উল্লেখ করে আবারো নিয়োগ বিধি লঙ্ঘন করে পৃথক পত্রিকায় (২য় বার) হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। যে ঘটনায় রেজাউল করিম নামে এক ব্যক্তি নিয়োগ বিজ্ঞপ্তিটির সঠিকতা-বৈধতা নিয়ে গত ১১/০২/২০২০ তারিখে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। যার প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে একইদিন একটি অফিস আদেশে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থাগিতাদেশ দেন। আর ঘটনার সত্যতা নিশ্চিত হতে ১৬/০৯/২০২০ তারিখের অপর অফিস আদেশে ২১/০৯/২০২০ ইং তারিখে সরেজমিন তদন্তের দিন ধার্য করা হয়। যে তদন্ত প্রতিবেদনটি এখন প্রকাশ হয়নি বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে খুবই গোপনীয়তার সাথে মোটা অংকের উৎকোচের বিনিময়ে নৈশ্য প্রহরী পদে অজ্ঞাত এক ব্যক্তিকে স্থায়ী ভিত্তিতে চাকুরী প্রদানের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে এলাকায় গুঞ্জন শুরু হয়। যার সত্যতা নাম প্রকাশ না করার সর্তে নিশ্চিত করেছেন নিয়োগ প্রক্রিয়ায় থাকা এক সদস্য বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার মুঠোফোনের মাধ্যমে জানান, ‘আমি এসব বিষয়ে কিছু জানিনা। সভাপতি সব বলতে পারবে।’ এ বলেই তিনি সংযোগ বিচ্ছন্ন করে দেন। পরে তিনি আর কল রিসিভড করেন নি।
অভিযোগের বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আহাম্মদ আলী বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বলেন, ‘আমি ঢাকায় আছি। এখন এসব বিষয়ে কথা বলব না। স্কুলে গিয়ে সবকিছু দেখে কথা বলা যাবে।’
আর অভিযোগ প্রাপ্তির বিষয়ে রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন মুঠোফোনে জানান, ‘ইতিপূর্বে অভিযোগ পেয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। এরপর একই ঘটনায় আরেকজন পুণরায় অভিযোগ দিয়েছে। এখন তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’