ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। ওই ইউপি এলাকার নড়িয়াল গ্রামের দক্ষিনে সিংড়া পুকুরে প্রটেকশন ওয়াল নির্মাণ না করেই কর্মকর্তাদের সাথে যোগসাজশের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হয়েছে বলে একাধিক সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। গ্রামের মানুষদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যাক্তিদের উপর বইছে সমালোচনার ঝড়।
জানা গেছে, গত ২০১৯-২০২০ অর্থ বছরে নথি নম্বর ১৪-০২-২০, বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিবির বরাদ্দ থেকে উপজেলার নড়িয়ালগ্রামের দক্ষিনে পাকা রাস্তা সংলগ্ন সিংড়া পুকুরে প্রটেকশন ওয়াল তৈরির জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা প্রকল্প সভাপতি ইউপির সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগমের নামে করা হয়।কিন্তু দীর্ঘ এতদিন পার হলেও কোন ধরনের কাজ করা হয়নি। এ কারণে পাকা রাস্তাটিও হুমকির মধ্যে পড়ে আছে এবং কয়েক জায়গায় ভাঙ্গনও দেখা দিয়েছে। অবশ্য প্রকল্প সভাপতি হামিদা বেগম কিছুই জানেননা বলে প্রতিবেদককে জানান। তবে কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকুরে প্রচুর পানি রয়েছে এজন্য কাজ করা যায়নি।
প্রকল্প সভাপতি নাকি কিছুই জানেন না এমন প্রশ্ন করা হলে উত্তরে বলেন, এটা মিথ্যা কথা। বরাদ্দের টাকা রেজুলেশন করে রাখা হয়েছে। টাকা কিভাবে রাখলেন জানতে চাইলে তিনি বলেন, এসব মোবাইলে বলা যাবে না পরিষদে এলে সাক্ষাতে বলা হবে।
কলমা ইউনিয়ন পরিষদের সচিব বলেন, প্রকল্প সভাপতি কিছুই জানেনা এটা সঠিক না। তবে টাকা উত্তোলনের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে জানতে উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। অনেক সময় তিনি সংযোগ কেটে দেন।