ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে। ৬৩ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি রাজশাহী অঞ্চলের সহকারী প্রকৌশলী সুহায়েব মিয়া, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আজাদ রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, ঠিকাদার আহাদ আলী প্রমুখ।
বিদ্যালয়টির নির্মাণ কাজ শেষ হলে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা। ভবনটি নির্মাণ হলে থাকবেনা আর শ্রেণী কক্ষের সংকট।