ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, ও এ সিসি ও বেনজীর শিশির, ক্যাশিয়ার দুলাল মাহাতো প্রমূখ।
অনুষ্ঠান শেষে ১৫০ জন প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট সনদ ও ৪২ জনের মাঝে ৯ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋীণের চেক বিতরণ করা হয়।