ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে পুনরায় বিজয়ের লক্ষ্যনিয়ে মাঠে নেমেছে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।
সোমবার বিকেলে ৫টায় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের করে। শোডাউনটি থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে সন্ধ্যায় ত্রিমোহনী বাজারে এসে শেষ হয়। ইউনিয়নবাসী শোডাউনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, গত ৫ বছরে সাধ্যমতো থালতা মাঝগ্রাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবামূলক কাজ করেছি। আশাকরি জনগণ অবশ্যই কাজের মূল্যায়ন করে আমাকে পুনরায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবে। আমি সবসময় জনগণের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।