ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাড়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তিন দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠান শুরু হয়েছে।
চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
মঙ্গলবার সকালে তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে অস্টিওপোরোসিস প্রতিরোধের লক্ষ্যে খ্যাতনাম দুধ ও দুধজাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নিউজিল্যান্ড ডেইরি’র সহযোগিতায় বারের মতো বিনামূল্যে বোন ডেনসিটি স্ক্যানিং ও চিকিৎসা পরামর্শ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক সায়েদুজ্জামান মিলনের সভাপতিত্বে সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় তিন দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
তিনি বলেন, খাবার শুধু উদর পূর্তি করলেই হবে না, খাবার টা যেন সুষম হয় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সচেতনতা আমাদের শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে পারলে এটি আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে মনে করছি’।
উপ-উপাচার্য সুলতান-উল ইসলাম বলেন, ‘পড়ে গিয়ে মানুষের হাড় ভাঙে না, হাড় ভেঙে যাওয়ার ফলেই মানুষ পড়ে যায়। এজন্য বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষা এবং প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণের প্রতি গুরুত্ব দেওয়া দরকার বলে আশা ব্যক্ত করেন তিনি।