ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : আগামী ১১ নভেম্বর ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়াইগ্রামের ৫টি ইউনিয়নে কোনো সন্ত্রাসী বা নেতার কথা মত নির্বাচন হবে না বলে হুশিয়ারি করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।
বুধবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের হলরুমে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়ম খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, সহকারী কর্মকর্তা (ভূমি) কাজী নাহিদ ইভা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,রির্টানিং কর্মকর্তা সিহাব আল সাহাব,উজ্জ্বল কুমার কুন্ড সহ আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থীগন,সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন,আগামী ইউপি নির্বাচনে সারাদেশের মধ্যে নাটোর দৃষ্টান্ত স্থাপন করবে। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। তিনি প্রার্থীদের মহরা না দিয়ে জনগনের নিকট যাওয়ার অনুরোধ করেন।