ধূমকেতু প্রতিবেদক : কাঁকনহাট ফ্রেন্ডশীপ গ্রুপের আয়োজনে দুইদিনব্যাপি ফুটবল টুর্ণামেন্ট রোববার বিকেলে চূড়ান্ত পর্বের খেলার মধ্যে দিয়ে শেষ হয়েছে। বিকেলে কাঁকনহাট উচ্চ বিদ্যালয় মাঠে মারিয়া থাই এ্যালুমিনিয়াম রাজশাহী ও কামরুল একাদশ ধাতমার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে মারিয়া থাই এ্যালুমিনিয়াম রাজশাহীকে কামরুল একাদশ ধাতমা ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহ্জ্বা ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
এসময়ে প্রধান অতিথি আয়োজক কমিটি নিমানুবর্তিতা এবং মাঠে উপস্থিত জনগণ দেখে অভিভূত হয়ে বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে কাঁকনহাট পৌরসভা থেকে গতবারের ন্যায় বর্তমান মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ নৌকার হাল ধরবেন। ইতোমধ্যে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। মেয়র মজিদকে পূণরায় বিজয়ী করার আহবান জানান তিনি। সেইসাথে বিজয়ের পরে এই পৌরসভাকে গোদাগাড়ী থেকে উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি। বর্তমান মেয়র পুণরায় নির্বাচিত হলে কাঁকনহাট পৌরবাসী যা চাইবে তাই তিনি দেবেন বলে ঘোষনা দেন। বক্তব্য শেষে বিজয়ী দলের হাতে ডায়াং ৮০ সিসি একটি মোটর সাইকেলের চাবী এবং রানার আপ দলের হাতে ওয়ালটন একটি ফ্রিজ প্রদান করেন।
ফাইনাল খেলা উদ্বোধন করেন কাঁকনহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। পরে তাঁর সভাপতিত্বেই পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, কাঁকনহাট পৌর কাউন্সিলর সাদেকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহার আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কৃষকলীগ সভাপতি কল্লোল হোসেন ও কাঁকনহাট পুরিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ।
এছাড়াও ফ্রেন্ডশীপ গ্রুপের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মাসজার হোসেনসহ অত্র গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন। খেলায় মোট ১৬টি দল দল অংশ গ্রহন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের গোল রক্ষক ইব্রাহিম এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হন একই দলের রাজু। ধারাভ্যাষ্যে ছিলেন জিয়াউর রহমান রিপন ও সাইজুল ইসলাম।