ধূমকেতু প্রতিবেদক : মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউপিতে জনগণের সেবার লক্ষ্যে চেয়্যারমান পদে নির্বাচনে অংশ নিয়েছেন বাংলাদেশ বেসরকারি কলেজ (অর্নাস-মাস্টার্স) এর রাজশাহী জেলা শাখার সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল হোসেন।
তিনি বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা বাদি ছিলাম, দল আমাকে মনোনয়ন না দেওয়ায় নির্বাচনে অংশ নিতে চাইনি। আমার ভক্ত সমর্থনসহ ইউনিয়নবাসি আমাকেই চেয়্যারমান হিসেবে চাচ্ছেন। তাদের ভালবাসা অফূরান্ত ভালবাসা আমি হারাতে চাইনা, সকলের সেবাই আমি বাকি জীবন কাঁটাতে চাই। প্রতিক বরাদ্দের পর ইউনিয়নের সকলের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইবো। নিরপেক্ষ নির্বাচন হলে জনপ্রিয়তায় বিপুল ভোটে চেয়্যারমান হিসেবে নির্বাচিত হবো। এখন পর্যন্ত নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে আমার প্রতি কোন রাজনৈতিক চাপ ও নিষেধ করে নাই।
তিনি আরও বলেন, রায়ঘাটি ইউপিতে বিগত বছরে সন্তুষ্ট মূলক উন্নয়ন হয়েছে। আমি এবার নির্বাচিত হলে ইউনিয়ন জুড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করবো। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে সেবা দেওয়ার হবে। এর জন্যে প্রশিক্ষণের মাধ্যমে এর সুফল নিশ্চিত করে ঘরে ঘরে সঠিক সেবা পৌছে যাবে। দলমত নির্বিশেষে সবার জন্য রায়ঘাটি ইউপির দোয়ার সর্বদা খোলা থাকবে, সকলেই নাগরিক সেবা পাবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য, মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর। আগামি ২৮ নভেম্বর ভোট গ্রহণ হবে।