ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ৪ কোটি টাকা মূল্যের রাধা-কৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় মির্জাপুর গ্রামে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বড় মির্জাপুর গ্রামের চৌধুরী মন্ডলের ছেলে আব্দুল বারী তার বসতবাড়ীর পাশে ভেকু মেশিন দিয়ে পুকুরে মাটি কাটছিলো। এসময় রাধা-কৃষ্ণের যুগলবন্দী একটি ভাঙা পাথরের কালো মূর্তি পায় তারা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মূর্তিটি উদ্ধার করেন। পাথরের কালো মূর্তিটির মূল্য আনুমানিক ৪ কোটি টাকা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে।
পাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার।