ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : শীত মৌসুমে অতিথি পাখি শিকার বন্ধসহ বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে রাজশাহী বন বিভাগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাষ্টার।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন।
সভায় বক্তব্য রাখেন, ওয়াইল্ড লাইফ রেঞ্জার হেলিম রায়হান, বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, বীরমুক্তিযোদ্ধা আঃসাত্তার ও সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক লিয়াকত আলী, রামেক হাসপাতালের সাবেক সচিব একরামুল হক, প্রভাষক আপন আহমেদ, শিক্ষক সাদেকুল ইসলাম ও বন্যপ্রাণী সংরক্ষক মাশোয়ারুল হক জিকেন।
সভা শেষে রাজশাহী বনবিভাগের কর্মকর্তারা অতিথি পাখি ও বন্যপ্রানীর অভয়াশ্রম চূড়ইল বিল এলাকা ঘুরে দেখেন।