ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : আইনপ্রয়োগকারি সংস্থার ঢিলে মিলে নজরদারীর কারনে আসন্ন শারদীয় দুর্গাপুজাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি, সান্তাহার পৌর এলাকাসহ গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে মাদকদ্রব্য। একশ্রেনীর নতুন মুখের মাদক ব্যবসায়ী বিশেষ দিনে অধিক লাভের আশায় বিক্রি ও সেবনের জন্য মদ গাঁজা হেরোইন ফেনসিডিল ইয়াবা নেশার এ্যাম্পলসহ বেশ কয়েক প্রকার নেশার সামগ্রী মজুত করতে শুরু করেছে। তবে কতিপয় চিহিৃত মাদক ব্যবসায়ী হাজতে আটক থাকলেও তাদের সহযোগীরা এসব মাদক ছড়িয়ে দিচ্ছে নতুন কৌশলে।
সূত্র জানায়, মাদক কারবারিরা হিলি, পাঁচবিবি, চাপাইনবাবগঞ্জসহ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অল্পমূলে কিনে ট্রেন কিংবা বাসযোগে সান্তাহার নিয়ে আসে। সেখানে মজুত রেখে কিছু অংশ সান্তাহার পৌরসভা এলাকা, নওগাঁ শহরে ও আদমদীঘি সদর, ছাতিয়ানগ্রাম, চাঁপাপুর, কুন্দগ্রাম, নসরতপুর, মুরইল, ছাতনী-ঢেকড়াসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত নতুন মুখের মাদক কারবারি বিক্রেতাদের নিকট সরবরাহ শুরু করেছে। এতে গ্রামাঞ্চলে মাদক সেবনকারি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে যুব সমাজ।
কয়েকজন নতুন মাদক ব্যবসায়ী জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী জেলহাজতে থাকলেও তাদের সহযোগীদের সহযোগীতায় তাদের নতুন কৌশলে মাদক বহনে তেমন বেগ পেতে হয়না। এই মাদক ব্যবসার সাথে পুরুষের পাশাপাশি নারীরাও জড়িয়ে রয়েছে বলে তারা জানায়।
এদিকে আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে সান্তাহার পৌর এলাকাসহ গ্রামাঞ্চলে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আইনপ্রয়োগকারি সংস্থা মাঝে মধ্যে কিছু মাদক কারবরিদের আটক করলেও তাদেরর সেবনকারি হিসাবে আদালতে প্রেরণ করার ঘটনাও ঘটছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ও সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রনে ব্যাপক তৎপরতা রয়েছে। মাদকের সাথে কোন আপোষ নেই বলে তারা দাবী করেন।