ধূমকেতু নিউজ ডেস্ক : জ্বালানি তেল ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করেছেন বামপন্থী আটটি ছাত্রসংগঠন।
সোমবার দুপুর ১২টার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওয়ানা হয় আটটি সংগঠনের নেতাকর্মীরা। তবে মিছিলটি জাতীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশ বাধা দেয়। বাধা দেয়ার এক পর্যায়ে আন্দোলনকারী ও পুলিশের মাঝে ধস্তাধস্তি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
এসময় আন্দোলনকরীরা হাফ পাশের দাবি ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। পুলিশি বাধার কারণে সেখানে সমাবেশ করে আবার মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে আন্দোলন শেষ করেন তারা।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, আমরা যখন মিছিল নিয়ে আসলাম পুলিশ তখন আমাদের কমরেডদের ওপর হামলা করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু সে সুযোগ আমাদেরকে দেয়া হয়নি। উল্টো পুলিশ আমাদের নারী কমরেডদের গায়ে হাত দিয়েছে। আওয়ামী লীগ আর পুলিশ ফ্যাসিবাদী আচরণে একাকার হয়ে গেছে বলে উল্লেখ করেন মিতু সরকার।
এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু, বিপ্লবী যুব আন্দোলনের দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি সাইদুল হক নিশান প্রমুখ।