ধূমকেতু প্রতিবেদক : করোনার কারণে এবার রাজশাহীতে শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনেই দূর্গাপূজার কর্মকান্ড মহাসপ্তমী পালিত হয়েছে। শুক্রবার দিনভর হিন্দু ধর্মলম্বীরা মুন্ডপে মুন্ডপে পূজা আর্চনা করা হয়। দূর্গোৎসবের মহাসপ্তমীতে মন্ডপগুলোতে ভক্তরা ফুল, বেলপাতা ও মন্ত্র পড়ে অঞ্জলী প্রদান করে। এছাড়া মন্দিরে মন্দিরে শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর ও ঢাকের বাদ্য।
শুক্রবার ষোড়শ উপচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা হচ্ছে। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করছেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশ ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় মন্ডপে মন্ডপে চলছে বিশেষ প্রার্থনা। এবার রাজশাহী জেলায় এবার মোট ৩৩৩টি পূজা মন্ডপে দূর্গা পূজা করা হবে। এছাড়াও রাজশাহী মহানগরীতে মোট ৬৯টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। ভক্তক‚লের আশা মা দূর্গা প্রতিবারের ন্যায় এবারো করোনাসহ সব অশুভ শক্তিকে পরাভূত করে শান্ত পৃথিবী মানবক‚লের জন্য উন্মুক্ত করে যাবেন।