ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে সীমাহীন যুদ্ধাপরাধ চালিয়েছে তা তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচআরসি’র উদ্যোগের প্রতি ১২৫টি দেশ সমর্থন দিয়েছে।
চলতি বছরের মে মাসে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ১১ দিন ধরে আগ্রাসন চালায় এবং তাতে ভয়াবহ রকমের যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে।
ইউএনএইচআরসি’র বোর্ড কথিত গ্রিন লাইনে ইসরাইলি সামরিক বাহিনীর সীমাহীন মানবাধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছে। ইসরাইল অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকাকে সংযুক্ত করেছে এই গ্রিন লাইন।
যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের ব্যাপারে ইউএনএইচআরসি’র পক্ষ থেকে অর্থ বরাদ্দ না দেয়ার আহ্বান জানিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। তেল আবিবের এই আহ্বানের পর বৃহস্পতিবার রাতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়।
এতে ইসরাইলের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে ১২৫ দেশ, আমেরিকা এবং ইসরাইলসহ আটটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন আর ভোট দেয়া থেকে বিরত ছিল ৩৪টি দেশ। ইসরাইলের পক্ষে ভোট দেয়া অন্য ছয়টি দেশ হচ্ছে- মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাউরু, হাঙ্গেরি, পালাউ এবং পাপুয়া নিউগিনি।
ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর এর প্রশংসা করেন এবং ইসরাইলের অপরাধযজ্ঞ তদন্তের জন্য বাজেট বরাদ্দ দেয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের পক্ষ থেকে ত্রাণ তহবিল বাড়ানোর অনুরোধ করেন।