ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : আসন্ন ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী নীতিমালা মেনে আনারস প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন ৪নং আইহাই ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউজ্জামান টিটু মাস্টার।
উপজেলার ৪নং আইহাই ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউজ্জামান টিটু মাস্টার আনারস প্রতীক নিয়ে দল-মত নির্বিশেষে সকল ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় জনগণের দ্বারে দ্বারে গিয়ে আনারস প্রতীকে ভোট চাচ্ছেন তিনি।
ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে নির্বাচনী নীতিমালা মেনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউজ্জামান টিটু মাস্টার।
একাধিক এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান, আমাদের আইহাই ইউনিয়নে নতুন চেয়ারম্যান দেখতে চাই। এছাড়াও ভালো মনের মানুষ এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হওয়ায় টিটু মাস্টার বিজয় লাভ করবে বলেও এলাকাবাসী জানান।