ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের দুটি খেলা অনুষ্টিত হয়েছে। ছড়াছড়ি ঘটেছে হ্যাট্রিকের।
সোমবার (২৭ ডিসেম্বর) সেমিফাইনালের খেলায় সোনালীর হ্যাট্রিকের সুবাদে স্বাগতিক রাজশাহী ৫-০ গোলে সফররত বগুড়া জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।
বিজয়ী দলের সোনালী ৩ টি, স্বপ্না ও মিম ১টি করে গোল করেন। দিনের অন্য সেমিফাইনালের খেলায় মুন্নি ও সাদিয়ার হ্যাট্রিকের সুবাদে বাংলাদেশ আনসার ও ভিডিপি ১০-০ গোলে বিশাল ব্যবধানে সফররত গাইবান্ধা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।
বিজয়ী দলের শিরিন ১টি, মুন্নি ৩টি, রোজিনা ১টি, সাদিয়া ৩টি ও মুনমুন ১টি করে গোল করেন। আজ ফাইনালে স্বাগতিক রাজশাহী ও বাংলাদেশ আনসার ও ভিডিপি অংশ নেবে।