ধূমকেতু নিউজ ডেস্ক : লন্ডন, ওয়াশিংটন ও তেলআবিবের কর্মকর্তারা প্রতিনিয়ত ইরানের বিরুদ্ধে নতুন নতুন অজুহাত কিংবা অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করছে। কখনো তারা ইরানের পরমাণু কর্মসূচি আবার কখনো তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অজুহাত করে দেশটির বিরুদ্ধে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী ব্রিটেন ইরানকে তাদের শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।
এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহসেন বাহারবান্দ তার ইন্সট্রাগ্রাম পেজে লিখেছেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না এবং সর্বশক্তি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাব।
তিনি বলেন, আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন কোনো দেশের সঙ্গে শত্রুতা গ্রহণযোগ্য নয় এবং পারস্পরিক স্বার্থ ও সম্মান দেখানো পররাষ্ট্র ক্ষেত্রে ইরানের প্রধান মূল নীতি।
ব্রিটেনের কর্মকর্তারা গত সপ্তাহে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে দাবি করেছেন, ইরানের এ ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। তখন থেকেই তেহরান-লন্ডন উত্তেজনা চলে আসছে এবং শেষ পর্যন্ত ব্রিটেন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করল।
আমেরিকা ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপের তিনটি দেশও অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আমেরিকার এ আচরণের প্রতি মৌন সমর্থন দিয়ে যাচ্ছে। লন্ডন ইরানের বিরুদ্ধে ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ এনে যে উদ্বেগ প্রকাশ করেছে তাতে বোঝা যায় এর মাধ্যমে তারা ইরানসহ এ অঞ্চলের কোনো কোনো দেশের বিরুদ্ধে তাদের অন্যায় আচরণের বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে।
ক্ষেপণাস্ত্র বিষয়ে লন্ডনের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিব যাদেহ বলেছেন, ব্রিটেন নিজেই পশ্চিম এশিয়াসহ বিশ্বের সংকট পীড়িত অন্যান্য এলাকায় অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় নেমেছে। এমনকি সামরিক বিষয়ক আন্তর্জাতিক চুক্তিরও তারা তোয়াক্কা করছে না। তারপরও ব্রিটেন ইরানের সাধারণ সামরিক মহড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ অঞ্চলে ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার জন্য ব্রিটেনের কর্মকর্তাদের প্রচেষ্টার নিন্দা জানিয়ে ইয়েমেনে সৃষ্ট মানবিক বিপর্যয়সহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টির পেছনে এ অঞ্চলের কয়েকটি আগ্রাসী শক্তির কাছে ব্রিটেনের অস্ত্র বিক্রিকে দায়ী করেছেন।
এ অঞ্চলের জাতিগুলো ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও গোলযোগ সৃষ্টির পেছনে ব্রিটেনের অস্ত্র বিক্রি বড় ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চাপিয়ে দেয়া যুদ্ধের কথা উল্লেখ করা যায়।
প্রকৃতপক্ষে, আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা নানা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিরত রয়েছে। ব্রিটেন ভিয়েনা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য পারস্য উপসাগরের আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের লন্ডনে জরুরি বৈঠক ডেকেছে ইরানের ওপর আরো চাপ সৃষ্টির উপায় খুঁজে বের করতে। বৈঠক শেষে এক বিবৃতিতে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সর্বশেষ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যাইহোক ইরান গত চার দশকের বেশি সময় ধরে আমেরিকা ও ইউরোপের শত্রুতা মোকাবেলা করে আসছে। তাই লন্ডন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দিয়েছে তাতে তেহরান মোটেই চিন্তিত নয়।