ধূমকেতু নিউজ ডেস্ক : সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের মাঝখানে আটকা পড়া কর্ণফুলী জাহাজটি কক্সবাজার বিএমডব্লিউ ঘাটে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এটি ঘাটে পৌঁছায়। এর আগে বুধবার দুপুর ২টার পর জাহাজটি সেন্টমার্টিন থেকে ছেড়ে আসে।
জাহাজটি রাত ১০টার মধ্যে কক্সবাজার পৌঁছানোর কথা থাকলেও বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পৌঁছায়। প্রায় ৪০০ জনের মতো যাত্রী রয়েছে জাহাজটিতে। যাত্রীদের জন্য খাবার পাঠানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
ট্যুর অপারেটর সদস্য কাদের আহমদ জানান, সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফিরছিল কর্ণফুলী নামের জাহাজটি। মাঝ সমুদ্রে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। জাহাজের নাবিক আমাদের এ বার্তা পাঠান। এরপর ঘটনাস্থলে টিম পাঠানো হয়। ট্যুর অপারেটর থেকে যাত্রীদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
জাহাজ আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে ট্যুর অপারেটরের সাধারণ সম্পাদক বলেন, সোনাদিয়া মহেশখালি চ্যানেলের আছে জাহাজটি আটকে ছিল। ইঞ্জিন বিকলের জন্য নয়, সমুদ্রের চরে এ ঘটনা ঘটে।