ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পেয়েছে থানাপুলিশ। ওই যুবক বগুড়ার শাজাহানপুর উপজেলার শাজাপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৪)।
শনিবার রাতে লাশের ফিঙ্গারের মাধ্যমে পরিচয় সনাক্ত করে পুলিশ।
মেহেদির বড় ভাই জোবাইয়ের মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ঢাকায় একটি ওষুধ কোম্পানীর সেমিনার হবে এমন কথা বলে গত সোমবার বিকেল তিনটায় বাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয় মেহেদি। সেদিন সন্ধা পর্যন্ত মোবাইল ফোনে মা এবং মেহেদির স্ত্রীর সঙ্গে মেহেদির কথা হয়েছিল। কিন্তু রাত ১০টার পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর শনিবার রাতে রাণীনগর থানাপুলিশ মেহেদির পরিবারে মোবাইল ফোনে লাশ পাওয়ার খবর জানান। খবর পেয়ে রোববার সকালে নওগাঁ হাসপাতাল মর্গে যায় মেহেদির স্বজনরা। মেহেদির মূখ-মন্ডল বিকৃত হওয়ায় পড়নের কাপড় দেখে লাশ সনাক্ত করে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ফিঙ্গারের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জোরাল তদন্ত চলছে।
উল্লেখ্য, গত শনিবার রাণীনগর উপজেলার শিয়ালা গ্রামের উত্তর মাঠ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ।